সীতাকুণ্ড পৌর সদরস্থ কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। পুনর্মিলনীর সদস্য সচিব মো. ইফতেখারের পরিচালনায় সাইফুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আবুল কাসেম ওয়াহিদী, অধ্যাপক নূরুল গনি চৌধুরী, রেজাউল করিম বাহার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক তপন চন্দ্র দে, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, রেহান উদ্দীন রেহান, আবুল হোসেন, নূরুল আলম দুলাল, জহিরুল ইসলাম, অধ্যক্ষ ইমাম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, কথাকলি উচ্চ বিদ্যালয়ের সুনাম লোকমুখে শুনেছি। বিদ্যালয়টির এমন দুরবস্থা কেন, সরকারি কোন সহযোগিতা করার সুযোগ থাকলে আমি করার চেষ্টা করবো। আপনারা সকলে উদ্যোগ নিলে আমার বিশ্বাস আবার স্কুলটি পূর্বের অবস্থায় ফিরে আসবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চবির রাসায়ন বিভাগের প্রফেসর ড,এম, ইমাম উদ্দিন ভূইয়া।