সীতাকুণ্ড ও কক্সবাজারে দুইজনের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনা

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ও কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার ছোট দারোগারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইমরুল হক (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। নিহত ইমরুল সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা। তিনি খাগড়াছড়ি জেলার ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরুল মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম বলেন, মোটরসাইকেল আরোহী মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পিছন থেকে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারটেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় ট্রাক্টরের চাপায় নির্বাচন অফিসের একজন কম্পিউটার অপারেটর নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে শামলাপুর জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৩৭) উখিয়ার হলদিয়াপালং মরিচ্যার জনাব আলী পাড়ার আবদুল গফুরের ছেলে ও টেকনাফ নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, গতকাল সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে জাহাজপুরা এলাকায় পৌঁছলে একটি বড় ট্রাক্টর পেছন থেকে আবদুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আহত হয়ে পড়ে গেলে পুনরায় চাপা দেয়। এতে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলেই মারা যান তিনি।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. দস্তগীর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধআয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস
পরবর্তী নিবন্ধ৫৯ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়