সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। গতকাল বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে অফিস করেন তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, আলহাজ্ব এস এম আল মামুন গত ৩০ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পদটি শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে জয়নব বিবি জলি দায়িত্ব পালন করার জন্য স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান তাকে। এ সময় শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, এসিল্যান্ড মো. সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাসেদ, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেম ভুইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৫০ জিম্মি মুক্তির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতি রাজি হলো ইসরায়েল
পরবর্তী নিবন্ধসিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে ‘অগ্নিসংযোগ’