সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ১৬ ডিসেম্বর এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার যুবদলের সভাপতি কাজী মো. সেলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইরফানুল হাসান রকি, মো. সালাহউদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সালাহউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন সিকদার।

সীতাকুণ্ড পৌর যুবদল কমিটির সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন।

নব গঠিত কমিটির উপজেলা কমিটির সভাপতি কাজী মো. সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করাই হবে আমার কাজ। দলকে যারা বির্তকিত করতে নানা অপরাধে জড়াচ্ছে তাদের থেকে দলের সকল নেতাকর্মৗকে সজাগ থাকতে হবে। ব্যক্তিগত জনপ্রিয়তা বা গ্রুপিং নয়, সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চসিক
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা