সীতাকুণ্ড উপজেলার শুভসূচনা

প্রথম বিভাগ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল সোমবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৭৮ রানে বাংলাদেশ রেলওয়েকে পরাজিত করে। টসে জিতে রেলওয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় সীতাকুণ্ডকে। সীতাকুণ্ড ৪৭.৩ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে এয়াসিন হোসেনের ব্যাট থেকে। তিনি ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার শাওন ইসলাম ৪৪,সৌরভ ২০,সাজ্জাদ হোসেন ১৫, জহিরুল ইসলাম ৩২,টিএম পিয়াল ৩৫, কাজী নাজিম ৩০ এবং তাজুল ইসলাম ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান। বাংলাদেশ রেলওয়ের হেমায়েত হোসেন ইপু ৫২ রানে ৪ উইকেট দখল করেন। মেহরাব খান পান ৩৯ রানে ৩টি উইকেট। এছাড়া আশেকুর রহমান, আবদুল্লাহ আল নোমান এবং আরিফ চৌধুরী প্রত্যেকেই ১টি করে উইকেট দখল করেন।

জবাবে বাংলাদেশ রেলওয়ে ৪২.৫ ওভার খেলে ১৭১ রানে অলআউট হয়ে যায়। সীতাকুণ্ডের এয়াসিন হোসেন এবং তাজুল ইসলামের বোলিং তোপে শুরুতেই উইকেট হারায় রেলওয়ে। ২১ রানে তিনটি উইকেট পড়ে যায় তাদের। এরপর মিডল অর্ডারে আরিফ চৌধুরী ২১,তানভীর ২৫, মেহরাব খান ৩৭ এবং মাহবুবুল আলমের ৪৫ রানে রেলওয়ে দেড়শো রানের কোঠা পার হয়। অতিরিক্ত থেকে আসা ২৭ রানের বদৌলতে বাংলাদেশ রেলওয়ে ১৭১ রান করতে সমর্থ হয়। সীতাকুণ্ড দলের এয়াসিন হোসেন ২৮ রানে ৩টি উইকেট দখল করেন। তাইজুল ইসলাম পান ১৪ রানে ৪টি উইকেট। ১টি করে উইকেট নেন জাহিদুল ইসলাম এবং আবদুল্লাহ আল সাফায়েত। আজকের খেলা: স্টার ক্লাব বনাম শতদল জুনিয়র (মহিলা কমপ্লেক্স মাঠ)

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ ‘অতঃপর’
পরবর্তী নিবন্ধরাবেয়া বশর ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ