সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসুস্থ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি কম্বল বিতরণকালে বলেন, এই সরকার গরিব এবং জনবান্ধব সরকার। তাই সরকারের পাশাপাশি আমিও আপনাদের পাশে থাকবো। সীতাকুণ্ডের উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। রূপসী সীতাকুণ্ড বিনির্মাণে যা কিছু করা দরকার প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়া হবে। জনগণের সেবা দিতে জনগণই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের পাশে আগেও ছিলাম, এখনও আছি আগামীতেও থাকবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামি, শেখ রেজাউল করিম বাহার, শওকত আলী জাহাঙ্গীর, সাদাকাত উল্লাহ মিয়াজী, নাজিম উদ্দিন, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, সালাউদ্দিন আজিজ, আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, আওরঙ্গজেব সাবু, সাইদুল ইসলাম, আব্দুস সালামসহ অনেকেই।