সীতাকুণ্ড উপকূল থেকে তরুণের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গুলিয়াখালী সৈকতের উপকূলীয় বনের পাশ থেকে গাউসিয়া কমিটি নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বছর।

চট্টগ্রাম বন্দরের দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি সুলতান সানজাত নামের একটি লাইটার জাহাজডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ। পুলিশ ধারণা করছে, উদ্ধার লাশটি ওই দুর্ঘটনার হতে পারে। তবে শনাক্ত হওয়া ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই চান মিয়া বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন গুলিয়াখালী সৈকতের উপকূলীয় বনের বাইরে চরের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের বুকের অংশ থেকে নিচের দিকে অংশ শিয়াল খেয়ে ফেলেছে। এসআই চান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি লাইটার জাহাজের কোনো নাবিকের। তাই লাশটি শনাক্তের জন্য নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে। অধিকতর তদন্তের জন্য লাশের ডিএনএ সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচেঙ্গী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
পরবর্তী নিবন্ধরাউজান এয়াছিনশাহ পাবলিক কলেজে বিদায় অনুষ্ঠান