সীতাকুণ্ড উপকূলে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তার পাড়া সাগর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর জানান, সমুদ্র উপকূলে ভেসে আসা একটি অর্ধগলিত যুবকের মরদেহ পাওয়া গেছে। মুখসহ তার শরীরের অধিকাংশ মাংস পঁচে খসে পড়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউচ্চবিত্তদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধপিসিআইইউ রোবোটিকস ক্লাবের বিজয় অর্জন