সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

ফটিকছড়িতে বিএনপির সরওয়ারের মনোনয়ন বাতিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল শুনানিতে বহাল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে এই রায় দেন। গতকাল রোববার শেষ হয়েছে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি।

এর আগে চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করে ট্রাস্ট ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক।

এদিকে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গতকাল নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দুই ব্যাংকের করা আপিল নামঞ্জুর করা হয়। ফলে ওই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রয়েছে। অপরদিকে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের দায়ের করা আপিলটি অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক কর্তৃক স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিলকৃত আপিলের গতকালের শুনানির শেষদিনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কার্য তালিকায় এই তথ্য পাওয়া যায়।

ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল : চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিনের দায়ের করা আপিল শুনানিতে সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গতকাল রবিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করা হয়।

জানা গেছে, গত ৯ জানুয়ারি ফটিকছড়ি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন একই আসনের তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

গতকাল বিকালে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে আপিলটি মঞ্জুর করা হয়; ফলে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল হয়ে যায়।

এই ব্যাপারে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানান। গতকাল রাতে তিনি আজাদীকে বলেন, সকালে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল, আবার বিকালে বাতিল করেছে; বিষয়টি আমার আইনজীবীরা দেখছেন। আমি হাইকোর্টে যাবো। আমাদের সমর্থকদের বলবো ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাব। আশা করি, আমাকে আটকে রাখতে পারবে না। আমি মাঠের মানুষ, মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকবো ফটিকছড়িবাসীর সাথে। সব ষড়যন্ত্র উড়ে যাবে জনগণের ভালোবাসায়। সত্যের পথে পরাজয় নিশ্চিত জেনে তারা মিথ্যাকে আঁকড়ে ধরেছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামীকাল ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী মাঠে ফিরলেন জামায়াতের ফজলুল হক
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির শেষ নাগাদ ‘ফুয়েল লোডিং’ সম্পন্ন করার লক্ষ্য