সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সদস্য মনিরকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গতকাল নগরীর একেখান মোড়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, লাইন সম্পাদক মোহাম্মদ আবু, মোহাম্মদ বাবলু মোহাম্মদ রবিন, মোহাম্মদ হোসেন মোহাম্মদ তারেক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, চালক মনিরের মামলা প্রত্যাহার করে না নিলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ
পরবর্তী নিবন্ধবিএনপি-জামাতের যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে যুবলীগ