চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনা ও অর্থ সহায়তা সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নগরীর আকবশাহ ইস্পাহানী গেইটেস্থ সংগঠনের কার্যালয়ের প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী খতিব হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ শাহনেওয়াজ, আবদুল ওহাব বাবুল, মোঃ ইব্রাহিম, মোঃ ইউসুফ, মোঃ মনির হোসন, মোঃ ফয়সাল, মোঃ আবু, মোঃ সেলিম প্রমুখ। মৃত্যুবরণকারী হেলাল ও অসুস্থ জাকিরকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি কাউন্সিলর জহিরুল আলম জসিম শ্রমিক কল্যাণ তহবিলে একলক্ষ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।