সীতাকুণ্ডে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রাত আটটার পর দোকান খোলা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। এ সময় ৯ প্রতিষ্ঠানকে ১৮ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। গত রোববার রাত আটটার পর উপজেলার সীতাকুণ্ড পৌরসভা ও বাড়বকুণ্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বণিক।
অভিযানে সোহেল টাইলসকে ৫ হাজার, হোসেন স্টোরকে ১ হাজার, রস মেলকে ১ হাজার, রিয়েলমিকে ১ হাজার, আলীম টাইলসকে ১ হাজার, মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনকে ৩ হাজার, জাবের স্টোরকে ৫শত, বাহার স্টোরকে ৫শত, বিএম সোনারগাঁও ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে বের হই। এতে বিদ্যুৎ জ্বালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে সিএনজি ফিলিং স্টেশনসহ ৯ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানের আশেপাশে নতুন সামরিক মহড়ার ঘোষণা চীনের
পরবর্তী নিবন্ধশাপলা মুকুল খেলাঘর আসরের পুনর্মিলনী