সীতাকুণ্ডে ৮ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট সংলগ্ন রাইজিং কম্পিউটার স্কেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফেনী জেলার সদর ফেনী থানার দক্ষিণ কাশিমপুরের ফয়েজ আহম্মেদের পুত্র মো. আজাদ (৪২) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাংলাবাজার গ্রামের মো. রুবেলের পুত্র মো. সজিব (২১)। সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, মাদক উদ্ধারের বিশেষ অভিযানে গোপন সংবাদে খবর পেয়ে ৮ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।