সীতাকুণ্ডে ৭ আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের ৭ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়ন আ.লীগ। গতকাল শনিবার বাঁশবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। অব্যাহতি পাওয়া আ.লীগের নেতারা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি কামরুল ইসলাম, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. এস্কান্দর এবং ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আলী। বাঁশবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান বলেন, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাংগঠনিক শৃক্সখলা ভঙ্গ করে সংগঠনের স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা আ.লীগের নির্দেশনায় তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে গতবারের বিদ্রোহীরাই মনোনয়ন পেতে যাচ্ছেন!