সীতাকুণ্ডে ৭টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত, মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৌরসভাস্থ এলাকায় বিদ্যুৎ বিভাগ নিজস্ব ম্যাজিষ্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করাসহ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ ও বিক্রিয় বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বিদ্যুৎ (উত্তর) আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মুনছুরের নেতৃত্বে পৌরসদরে অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করণের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুরে বসত বাড়িতে ৫টি, আবু জাফর প্রকাশ সায়েমের দোকানে এবং অটোরিক্সা গ্যারেজে ১টি অবৈধ বিদ্যুৎ এর সংযোগ থাকায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করেন।

উল্লেখ্য ইতিপূর্বেও পৌরসদরের মধ্যম মহাদেবপুর গ্রামে আবু জাফার প্রকাশ সায়েম তার দোকানে দীর্ঘ বছর ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কারণে ৫ থেকে ৬ মাস আগে তাঁকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন খান ও এখলাছ উদ্দিন আহম্মেদ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি
পরবর্তী নিবন্ধনিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের মশাল মিছিল