সীতাকুণ্ডে ৬ গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের ২য় ধাপে সীতাকুণ্ড পৌরসভার ইকোপার্ক সংলগ্ন এলাকায় গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন দিদারুল আলম এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তলাবিহীন ঝুড়ির দেশ আজ গৃহহীন জমি রেজিষ্ট্রিসহ ঘর দিচ্ছে। মুজিব বর্ষের স্লোগান দেশে আর কেউ ঠিকানাবিহীন গৃহহীন থাকবে না। আর এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা যারা আওয়ামীলীগ করি, তাদের চোখ-কান খোলা রাখতে হবে, যাতে কোন বিরোধী পক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। গতকাল সীতাকুণ্ড পৌরসভা ৬নং ওয়ার্ড ইকোপার্ক সংলগ্ন এলাকায় উপজেলা্‌ নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এপোলো, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগরু পাচারকাণ্ডে নায়ক দেবকে তলব করল সিবিআই
পরবর্তী নিবন্ধসিজেকেএস অনূর্ধ্ব-১৬ আবাসিক ফুটবল প্রশিক্ষণ শুরু কাল