সীতাকুণ্ডে ৬শ ’ গরীব ও অসহায় পরিবার পেল কম্বল

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ৬শ’ গরীব ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ফয়েজরওশন ফাউন্ডেশন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মো. জিন্নাত আলীর সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের জিএম চৌধুরী মো. লিয়াকত আলীর উদ্যোগে সলিমপুর বাংলাবাজারস্থ ফাউন্ডেশন কার্যালয়ে উক্ত কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ ছাড়াও এ ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ইক্যুইটি, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য গৃহ প্রকল্প, লিগ্যাল এইড, সামাজিক উন্নয়ন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী, চৌধুরী মো. শওকত আলী, মো. মিজান, মো. মফিজ, মো. সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের মেম্বারশিপ তথ্য পরিবর্তন ও সংশোধন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত