মৎস্য সম্পদ সুরক্ষা ও জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নে সীতাকুণ্ড মৎস্য দপ্তর ও কুমিরা কোস্ট গার্ড এর যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে অভিযানে ৫ হাজার মিটারের চরঘেরা জাল ও ৫ টি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কুমিরা ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আকবর, কুমিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন ভৌমিক, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল চন্দ্র দাস।