সীতাকুণ্ডে জেএএম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি গত রোববার ফৌজদারহাট স্টেশনস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে ৫ হাজার কম্বল স্থানীয় নেতাদের কাছে তুলে দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমরা এখন রাষ্ট্র মেরামতে কাজ করছি। এজন্য দেশের প্রতিটি নাগরিককে এই রাষ্ট্র মেরামতে এগিয়ে আসতে হবে।তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউসুপ নিজামী, জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহেমদ সলু, বিএনপি নেতা নুরুল আনোয়ার, নুরুদ্দিন জাহাঙ্গীর, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, ইদ্রিস মিয়া মনির, সালামত আলী, খোরশেদ আলম, রাসেল, আলী আকবর, সরোয়ার কামাল, ইদ্রিছ মিয়া, সাহাবুদ্দিন, অ্যাডভোকেট আইনুল, জাফর, আলাউদ্দিন মাসুম, রকি, জুয়েল, আব্দুস সালাম, সাকিল, আলাউদ্দিন, সেলিম, কোরবান আলী সাহেদ প্রমুখ।