সীতাকুণ্ডে ৫৭৫ জেলে পরিবারে চাল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ২ হাজার ৬০০ জন মৎস্যজীবী জেলে পরিবারকে ৪০ কেজি করে মোট ১০৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাড়বকুন্ড ইউনিয়নে ১০৫ জন ও কুমিরা ইউনিয়নে ৪৭০ জন জেলে পরিবারকে ৪০ কেজি করে মোট ২৩ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে চাল বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার (ভাটিয়ারী) আবু সাঈদ, প্রশাসনিক কর্মকর্তা শৌভন কান্তি ভৌমিক, ইউপি সদস্য মনোয়ারা বেগম, ফাতেমা বেগম, শাবনুর আক্তার, মৎস্যজীবী প্রতিনিধি মো. শফি প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইলিশ উৎপাদনে এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। তাই মৎস্য সংরক্ষণ আইন মেনে চললে আমরা ইলিশ উৎপাদন আরো দ্বিগুণ করতে সক্ষম হবো। সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসড়কে টয়লেটের পানি