সীতাকুণ্ডে ৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ,নিলামে বিক্রি

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় সীতাকুণ্ডে ৫০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ ২ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাটিয়ারী বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিতে সরকার ৬৫ দিন সাগরে মাছ ধরা বা আহরণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু অনেক জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সাগর থেকে মাছ ধরছে। তাই নিষেধাজ্ঞাকালে সাগরে সামুদ্রিক মাছ ধরা বন্ধে শনিবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাটিয়ারী বাজার থেকে ৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ প্রকাশ্য নিলামে ২ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচীনের করোনা টিকার বিরুদ্ধে গোপন প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্র : প্রতিবেদন
পরবর্তী নিবন্ধপ্রাণিসম্পদের কর্মকর্তাকে আরেক কর্মকর্তার মারধর, পদায়ন বাতিল