সীতাকুণ্ডে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ৫টি বন্ধ পাটকল শ্রমিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ মানববন্ধনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পাটকল শ্রমিক ছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ৫টি জুটমিল শ্রমিকরা পাটকলের উৎপাদন কার্যক্রম চালুসহ ৮ দফা দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশ করেন। উপজেলার আর আর জুট অ্যান্ড টেক্সটাইল, গুল আহমদ জুটমিল, হাফিজ জুট মিল, এম এম জুট মিল ও গালফ্রা হাবিব লিমিটেড।
এসব পাটকল কারখানার সামনে গেটের সামনে তারা সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। এদিকে পাটকল শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ন হয়নি তাদের পুনঃ বহালসহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ ৫টি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা। একই সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যারা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাদের সব পাওনা পরিশোধ করা ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করা ও পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে শিল্পে প্রদেয় ও সুবিধা পাট শিল্পে প্রদান করা, ২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট বোনাসসহ সব ভাতা পরিশোধ করা,বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেওয়া হয়নি।
তাদের পাওনা পরিশোধ করা, শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ করা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা। আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে আর আর জুট অ্যান্ড টেক্সটাইল ও গালফ্রা হাবিব লিমিটেডসহ সারা বাংলাদেশে ২৫ টি পাটকল সম্পূর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়।
তবে সে সময় কারখানাগুলো বন্ধ করা হলেও পরিশোধ হয়নি শ্রমিকদের পাওনা। যার ফলে দীর্ঘদিন ধরে চাকুরিচ্যুত শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করে আসছেন। মানববন্ধনে বক্তারা বলেন, পাটকল কারখানাগুলো অবিলম্বে চালুকরা না হলে সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।