সীতাকুণ্ডে ৪০ হাজার মিটার জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারের দায়ে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড এবং কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ড ভাটিয়ারির কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ ও কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী বলেন,সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে গত ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা চলাকালে তা উপেক্ষা করে কিছু জেলে মাছ শিকার করছেন বলে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালান। অভিযানকালে ৩০ হাজার মিটার চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে : এমপি মামুন
পরবর্তী নিবন্ধউত্তর কদম রসুল ছাত্র সংসদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান