সীতাকুণ্ডে ৩ হাজার ৯২৪ জন জেলের মাঝে চাল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত ৬৫ দিন সাগরে মাছ আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবী জেলেদের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়। গতকাল বুধবার উপজেলার ৯ টি ইউনিয়নের ৩ হাজার ৯২৪ জন মৎস্যজীবী জেলেকে প্রতিজনে ৫৬ কেজি করে মোট ২১৯.৭৪৪ মে.টন চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী সহ ্র ইউনিয়নের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ সচিব এবং ইউপি সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন,ইলিশের প্রজনন বৃদ্ধিতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য আহরণ থেকে জেলেদের বিরত রাখার জন্য নয়টি ইউনিয়নের মোট ৩ হাজার ৯২৪ জন মৎস্যজীবী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। যার মধ্যে সৈয়দপুর ইউনিয়নে ৪৮৬ জন, মুরাদপুর ইউনিয়নে ২৬০ জন,বাড়বকুণ্ড ইউনিয়নে ১৬৭ জন,বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩২৯ জন,কুমিরা ৮৩৫ জন, সোনাইছড়ি ইউনিয়নে ৯৭২জন এবং সলিমপুর ইউনিয়নের ৮৭৫ জনসহ মোট ৩৯২৪ জন মৎস্যজীবী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ‘খুলে ফেলার’ প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মাদ্রাসায় দুর্বৃত্তের আগুন