সীতাকুণ্ডে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন আলোকিত যুব সংঘের মাসব্যাপী বৃক্ষরোপণ উৎসবের সমাপনী দিনে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

সংঘের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রায় চৌধুরী, সৈয়দপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি কে এম রফিকুল ইসলাম তার বক্তব্যে গাছের উপকারিতা ও গাছের পরিচর্যার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। গাছকে ভালোবাসতে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন।

উল্লেখ্য, আলোকিত যুব সংঘের বৃক্ষরোপণ মাসব্যাপী কর্মসূচিতে ১০ হাজারের অধিক চারা আমরা বিতরণ করা হয়। যেসব শিক্ষার্থী চারা লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করবে সবাইকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা
পরবর্তী নিবন্ধগ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার