সীতাকুণ্ডে ৩টি বেহুন্দি ও ১০ হাজার মিটার চড়ঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ৩টি অবৈধ বেহুন্দি ও ১০ হাজার মিটার চড়ঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকার সন্ধীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। জাটকা রক্ষায় সমন্বিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটারের চড়ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট চলাকালে এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সদস্য সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের, কুমিরা নৌপুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, বাংলাদেশ কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আজিজুর রহমানসহ অন্যান্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য সহনশীল করতে না পারলে পদত্যাগ করুন
পরবর্তী নিবন্ধপুরাতন রেলস্টেশনে ওদের আস্তানা