সীতাকুণ্ডে ২ হাজার গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আনন্দসিপ এনজিওর জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর খুরা রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গতকাল সীতাকুণ্ডের পশ্চিম সৈয়দপুর এলাকায় টিকা কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু। উপস্থিত ছিলেন আনন্দসিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুহানিফ, আনন্দ সিপ ট্রেনিং অফিসার মো. হাসানুরজ্জামান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

গত ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কার্যক্রমের আওতায় ১নং সৈয়দপুর ও ৪নং মুরাদপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে মোট ২ হাজার ২০টি গবাদি পশুর গরুর খুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, গরুর খুরা রোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরা রোগের টিকা প্রদান করতে হবে।

যদিও অনেক সময় গ্রামীণ এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। আনন্দসিপ কে ধন্যবাদ জানাই উনারা একেবারে রিমোট এলাকায় এধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে আমি চেষ্টা করি উনাদের এধরনের উন্নয়ন কাজে সবসময় পাশে থাকতে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কারিতাসের আর্থিক অনুদান ও গম বীজ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ব্যবসা প্রশাসন বিভাগ ও এসিসিএর এমওইউ স্বাক্ষর