সীতাকুণ্ডে ২ মোটরসাইকেলের সংঘর্ষে মো. নাজমুল হুদা (৫৫) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে এক দম্পতি। গতকাল সোমবার দুপুর আনুমানিক আড়াইটার উপজেলার কুমিরা গুল আহমেদ জুট মিলস্ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাবনা জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিরা গুল আহমেদ জুট মিলস্ এলাকায় মহাসড়কের উভয় লেইনের একটি বিকল্প (কাটা) পথ দিয়ে মো. নাজমুল হুদা তার মোটরসাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। কুমিরা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হুদাকে মৃত ঘোষণা করেন।