সীতাকুণ্ডে ২৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ, ২০হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পৌরসদরের মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নিষিদ্ধকালীন সময়ে বরফ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সুমন আইস ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ২৫হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক অজিত কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্ত শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক পোলিও দিবসে রোটারি র‌্যালির আয়োজন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের বোর্ড সভা