সীতাকুণ্ড উপজেলায় গত ২৪দিনে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল বিদ্যালয়গুলোর অফিস কক্ষের তালা ভেঙে প্রজেক্টর, ল্যাপটপ, ওয়াইফাই রাউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রাথমিক বিদ্যালয়ে অব্যাহত চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোন অভিযোগের এখনো সুরাহা হয়নি। তবে চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি তা সমাধানে তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, গত ২৪ দিনে ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ক্যাপ্টেন শামসুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেশকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর ইদিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরের দল কোন কোন বিদ্যালয় থেকে প্রজেক্টর, ল্যাপটপ, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
ইমামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন জানান, গত মঙ্গলবার রাতে চোরচক্র বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। এসময় তাঁরা অফিস কক্ষে থাকা একটি প্রজেক্টটর, একটি রাউডার মেশিনসহ মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা জানান, করোনা ভাইসের সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ১২সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। কিন্তু বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরুর পর গত ২৪ দিনে ৮ টি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। একাধিক বিদ্যালয় চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভায় আমি উত্থাপন করেছি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যে দুটি বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকার পরও চুরি হয়েছে, সে দুটি বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেসব বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের চুরি যাওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।












