সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট পাকা রাস্তা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মো. মুসা ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জিনিতকরা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইউসুফ (৩২)।
র্যাব জানায়, ভোররাতে মহাসড়কে অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদক পাচারের খবর পান তারা। এ সময় মহাসড়কের ফকিরহাট পাকা রাস্তার মাথায এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারকে থামাতে সংকেত দেয় র্যাব। এই সময় চেকপোস্টের সামনে প্রাইভেটকারটি দাঁড় করিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে পিছু ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তা থেকে ২২৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ২ আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক কিনে পরে বিভিন্ন কৌশলে লুকিয়ে এনে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছিল। অভিযান পরবর্তীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, অভিযান পরবর্তীতে র্যাব গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর পাশাপাশি মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকারটি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।