সীতাকুণ্ডে ২১ হাজার মিটার অবৈধ জাল জব্দ, চার জেলে আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধের প্রেক্ষিতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান২০২৪’ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর, কুমিরা কোস্ট গার্ড এবং কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ড পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার মিটারের চরঘেরা জাল, ১ হাজার মিটারের ভাসান জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ১টি মাছ ধরার নৌকা এবং ৪ জন জেলেকে আটক করা হয়। আটকরা হলেন, অর্জুন দাশ, আপন দাশ, মো. নুরুদ্দীন, সুমন দাশ। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫() ধারার আওতায় মামলা করা হয় এবং জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত ছিলেনউপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোস্তফা আহমেদ, রুবেল দাশ, রাসেল দাশ এবং মো. সাদেকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-দ্রুত লাগাম টানা দরকার
পরবর্তী নিবন্ধবানভাসি মানুষের গল্পে বড় পর্দায় ‘নয়া মানুষ’