সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সীতাকুণ্ড উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’। দিবসটি উপলক্ষে সীতাকুণ্ডের উপজেলার ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ১০জন প্রতিবন্ধীকে এককালীন আর্থিক অনুদান, প্রতিবন্ধীদের সূবর্ন নাগরিক (ডিআইএস) কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ করা হয়। কাকলী ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার বিপ্লব সিংহ, এনজিও ইপসার কর্মকর্তা জেসমিন আক্তার ও ভাটিয়ারী যুব মহিলীগের যুগ্ম আহবায়ক দিপ্তা রায়।