৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তেেরর উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা, বাঁশবাড়িয়া ঘাট ও গুলিয়াখালীতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার এ অভিযানে ২০কেজি সামুদ্রিক মাছ এবং ১৪ টি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ ২০০০ টাকায় নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত জাল স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, রাসেল, রুবেল, নুর উদ্দীন, সাদেকুল ইসলাম,উর্মিত, মাজহারুল ইসলাম।












