সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৭। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের জিনিদ করা এলাকার মো. আব্দুল হকের ছেলে মো. সুমন হোসেন (৩১) ও একই থানাধীন নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে মো. রাসেল মিয়া (২৭)।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, আটককৃতরা পরস্পর যোজসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আটক দুজনের মধ্যে সুমনের বিরুদ্ধে মীরসরাই থানায় একটি এবং রাসেলের বিরুদ্ধে ফেনী সদর থানায় একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান র্যাবের এ কর্মকর্তা।











