সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালিয়ে সরকারি জায়গায় নির্মিত ২০টি দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৩টা পর্যন্ত। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সওজের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. ফারহানসহ সওজের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ।
সওজের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. ফারহান দৈনিক আজাদীকে বলেন, বৃহস্পতিবার কুমিরা ঘাটঘর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযানে ২০টি দোকান উচ্ছেদ করা হয়। তিনি বলেন, ওই এলাকার ব্যবসায়ীরা যেন ক্ষতির শিকার না হন, সে জন্য গত ৬ মাস পূর্বেও তাদের নোটিশ দেয়া হয়েছিল। শুধু তাই নয় উচ্ছেদের আগের দিন বুধবারও ওই এলাকায় মাইকিং করা হয়েছে; যাতে তারা তাদের মালামাল সরিয়ে নেয়। কিন্তু তারা শুনেনি। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, উচ্ছেদ চলাকালে ওই এলাকার লোকজন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাধা দিয়ে তাদের কোনো লাভ হয়নি। এদিকে ভুক্তভোগী দোকানিরা জানান, কুমিরা ঘাটঘর এলাকায় তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। এখন তারা কী করবেন।