সীতাকুণ্ডে ২’শ কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বড়দারোগার হাটের একটি কমিউনিটি সেন্টারে কৃষকদের মাঝে জন প্রতি ১০ কেজি ইউরিয়া সার, ৫ কেজি করে পটাশ বিতরণ করেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। বড়দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরী ফিরোজের সঞ্চালনায় ও সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবীবুল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। প্রধান অতিথি বলেন, কৃষি প্রধান এই দেশের কৃষিকে এগিয়ে নিতে সরকার নিরলস কাজ করছে। নতুন নতুন উদ্ভাবন কৃষিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তিনি এলাকায় জলাবদ্ধতা, খাল খনন ও স্লুইচ গেট নিয়ে সমস্যা নিরসনের আশ্বাস দেন।












