সীতাকুণ্ডে ১৯টি প্রতিষ্ঠানকে ৪২ লাখ টাকা অনুদান প্রদান করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত–১ আসনের সদস্য রওশন আরা বেগম, পৌরসভার প্যানেল মেয়র বদিউল আলম জসিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আশীষ কুমার শর্মা, ইউপি সদস্য মো. আজমসহ বিভিন্ন মসজিদ মন্দির গির্জা এবং চার্চের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় থেকে আসা সীতাকুণ্ড উপজেলাধীন ১২টি মন্দিরের জন্য বরাদ্দকৃত ৪৮ হাজার টাকার চেকও হস্তান্তর করা হয়।