সীতাকুণ্ডে আশরাফ উদ–দৌলা নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ীকে গত সোমবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আশরাফ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাসিন্দা।
থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাকিনস্থ আমির হোসেন মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আশরাফ উদ–দৌলাকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, শিপ ইয়ার্ড ব্যবসায়ী মোহাম্মদ আশরাফ উদ–দৌলা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে এনআই এ্যাক্ট ধারাসহ ১২টি মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।