সীতাকুণ্ড উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য সোনাইছড়ি ইউনিয়নের ৪৯০ জন, কুমিরা ইউনিয়নের ৪৭০ জন এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের ১৭৫ জনসহ মোট ১১৩৫ জন মৎস্যজীবী পরিবারের মাঝে ৯০.৮ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ২ মাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে।
গতকাল কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ. শহীদ ভূঞা, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ, কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী, কুমিরা ইউপি সচিব শোভন কান্তি ভৌমিক এবং ইউপি সদস্যবৃন্দ।