সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সালাউদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল উত্তর ঘোড়ামারা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক গৌর চন্দ্র সাহা জানান, সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে গত বছরের ১৬ নভেম্বর গ্রেপ্তার সালাউদ্দিনসহ ২০/৩০ জন মিলে মীর মোহাম্মদ ইউসুফের (৬৫) উপর হামলা চালায়। হামলা পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের পরিবার জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯এ ফোন দেয়। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত শেষে হত্যার সত্যতা খুঁজে পান। ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার সালাউদ্দিন মামলার চার নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার পরবর্তীতে র‌্যাব মঙ্গলবার সকালে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেন। তাকে সেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধনাজিরহাটে কম্বল পেল ২৪ প্রতিষ্ঠানের এতিম শিশু