সীতাকুণ্ডে হত্যাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অস্ত্র-হত্যাসহ ১০ মামলার আসামি কবির আহমেদকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে উপজেলার বাড়ককুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির বাড়ককুণ্ড ইউনিয়নের জালাল আহমদের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, কয়েকদিন ধরে র‌্যাব-৭ এ অভিযোগ আসে যে, সীতাকুণ্ডের ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় কবির আহমেদ নামে এক ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বাড়ককুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন অপকর্মের কথা অকপটে স্বীকার করেছে। সে অবৈধ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত কবির আহমেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া গেছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে মেডিসিনাল প্লান্ট গার্ডেনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা