সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মাহমুদাবাদ এলাকায় পাষণ্ড এক স্বামী স্ত্রীকে চুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ নম্বর বাড়কুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আহমদ শফির ছেলে মাহমুদুল হক রহমান তার স্ত্রী সীমা আক্তারের (২৬) সাথে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
এক পর্যায়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে পাষণ্ড স্বামী স্ত্রী সীমার পেটে ছুরিকাকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে একই ইউনিয়নের বাসিন্দা চারারকান্দি নডালিয়া গ্রামের বাসিন্দা সীমার বাবা মোঃ আইয়ুব খানসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে সীমাকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে একইরাত তিনটার দিকে সীমার মৃত্যু ঘটে।
তার একটি কন্যা শিশু সন্তানও রয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।