সীতাকুণ্ডে স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

সীতাকুন্ডে সোনাইছড়ী বার আউলিয়া হাফিজ জুট মিলস লিঃ সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর আয়োজনে স্পোর্টস ফেস্টিভ্যালের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৩ টায় বার আউলিয়া হাফিজ জুট মিলস লিঃ ফুটবল মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় ২০০৭২০১০ ব্যাচ টাইব্রেকারে ৩১ গোলে ২০১৬ ব্যাচ কে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২০০৭২০১০ এর খেলোয়াড় জাহিদুল হাসান জুয়েল। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু ও হিউম্যান রিসোর্স এনার্জি প্যাক ঢাকার কর্মকর্তা নুরুল গনি জিসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ইফতেখার আহম্মদ জুয়েল। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী রেফারী হিসেবে ছিলেন দিদার ও রিপন।

পূর্ববর্তী নিবন্ধনগরবাসীর উন্নয়নে সিডিএ বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল