সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের চম্পা স্টিল মিলে স্ক্র্যাপ লোহা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীররাতে এ ঘটনা ঘটে। গতকাল কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলিম উল্ল্যাহ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
জানা যায়, থানায় মামলার পর সীতাকুণ্ড থানার পুলিশের একটি টিম অভিযান শুরু করে। অভিযানে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এন্টারপ্রাইজ নামক একটি স্ক্র্যাপ লোহার ডিপু থেকে চোরাই মালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালকসহ চোরাই স্ক্র্যাপ লোহা কেনার দায়ে দুজনকে আটক করা হয়েছ।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার পানিওয়ালা চৌধুরী কাজী বাড়ি এলাকার মৃত আনছার আলীর পুত্র মো. ফারুক (৩৭) ও সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের রায় মোহন দাসের পুত্র কমল দাস (৫০)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গভীররাতে কারখানার ভেতর থেকে চোরাই চক্র প্রায় ২ হাজার কেজি ওজনের ১০০-১৪০ টি স্ক্র্যাপ লোহার কাচামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার বুধবার সকালে কারখানার সিকিউরিটি ইনচার্জ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিপো ম্যানেজার ফারুক ও ট্রাকচালক কমল দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লোহা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুজনকে জেলহাজতে প্রেরণ করা হবে।












