সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

সীীতাকুণ্ডে সাগর উপকূলের জাহাজে বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট জাহানাবাদ গ্রামে অবস্থিত এস এন কর্পোরেশন শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন চাকমা (২৬)। তিনি ওই ইয়ার্ডের একজন কাটার হেলপার এবং খাগড়াছড়ি দীঘিনালা এলাকার কালা চাঁদ মিয়া চাকমার পুত্র।
একই ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক। আহতরা হলেন- ইয়ার্ডের ফিটারম্যান লক্ষীপুর কমলনগর এলাকার মো. সোহেল (২৯), নওগাঁ জেলার চন্দা থানার রকেট হোসেন (২৪) ও ফিটারম্যান ঢাকা মিরপুর এলাকার মো. মিন্টু (৪১)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. রুবেল মিয়া বলেন, শিপইয়ার্ডে কাজ করার সময় বিস্ফোরণে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনের মধ্যে একজন ২৪ নম্বর ওয়ার্ডে এবং বাকি ২জন ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, দুপুর ২টার দিকে এস এন কর্পোরেশন শীপ ইয়ার্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কর্মরত ফিটারম্যান ও কাটারম্যানরা গুরুতর আহত হয়ে এদিক-সেদিক পড়ে থাকে। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে রিপন চাকমা মারা যায়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ বিষয়ে আজাদীকে বলেন, শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। ধারণা করছি, কোনো দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ। তবে কি ধরণের দাহ্য পদার্থ তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে ১,৫১৬ টাকা
পরবর্তী নিবন্ধঅনুপ্রবেশকারীদের ঠেকাতে আরো কঠোর হতে হবে : তথ্যমন্ত্রী