সীতাকুণ্ডে বিয়ের তিন মাসের মাথায় বিষাক্ত সাপের কামড়ে সাইমা করিম লিমা (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা ৪ নং মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজি বাড়ির রাজ্জাক আলী সুজনের স্ত্রী।
নিহতের চাচা মো. ইকবাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূর বাবার বাড়িতে ঘরের বাইরে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর তাকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার দিকে ডাক্তার গৃহবধূ লিমাকে মৃত ঘোষণা করেন।












