সীতাকুণ্ডে সাত মামলার আসামি আগ্নেয়া’স্ত্রসহ গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ১:৫৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ৭ মামলার আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম
মোঃ হান্নান (৩৪)।

সে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান যে, সীতাকুণ্ড মডেল থানাধীন ৮নং সোনাইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার অফিসার এবং থানা এলাকায় ডিউটিরত রোমিও-০৩ এর অফিসার ও ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে ৫০ গজ পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হান্নান (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করতে চাইলে উক্ত আসামী তার নিকট অবৈধ অস্ত্র ও কার্তুজ আছে বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১টি কার্তুজ জব্দ করা হয়। তিনি বলেন আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবকের কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘ’র্ষে নি’হত ১