সীতাকুণ্ডে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৭

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন- সীতাকুণ্ড পৌরনদরের নুনাছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আনোয়ারুল ইসলাম, শেখনগর গ্রামের বদিউল আলমের ছেলে মো. ফারুক, কুমিরার কে ওয়াই স্টিল মিল এলাকা থেকে মো. মামুনের ছেলে সাইমন, গুড়ামার এলাকার মৃত কোরবান আলীর ছেলে বাদশা, দক্ষিণ আমিরাবাদ এলাকার সেলিম উদ্দিনের ছেলে ইফতেখার আহমদ রাজু এবং পশুরাম নোনা সওদাগর বাড়ি এলাকার মো. হানিফের ছেলে মো. রবিউল ইসলাম।

সীতাকুণ্ড থানার এসআই হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভা আজ
পরবর্তী নিবন্ধনবীপ্রেমের পরিচয় মিলে সুন্নাতে নববী ও আদর্শের পূর্ণ অনুসরণে