সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ১১:০২ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুমিরা উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর তবে তার পরিচয় পাওয়া যায়নি।

নৌ-পুলিশ কুমিরা ফাঁড়ির ইনচার্জ এসআই চান মিয়া বলেন, “সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে অজ্ঞাত এক মহিলার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসি।”

তিনি আরও বলেন, “মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকল্প পরিচালক গুরুতর আহত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি জমি ভরাট করায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড